ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ৫ শতাধিক গ্রেফতার

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন অমান্য করায় রাজধানীতে ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিন তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হয়ে ৫৮৭ জনকে।


একই সঙ্গে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এর আগে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ads

Our Facebook Page